HomeUncategorizedইস্টল্যান্ড ইন্স্যুরেন্স প্রতি শেয়ারে লভ্যাংশ দেবে ১ টাকা

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স প্রতি শেয়ারে লভ্যাংশ দেবে ১ টাকা

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৯ মে) কোম্পানির ২১১তম পর্ষদ সভায় ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডাররা শেয়ারপ্রতি ১ টাকা করে লভ্যাংশ পাবেন।

কোম্পানি সূত্রে শুক্রবার জানা গেছে, বিদায়ী বছরের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের করপরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ৬৮ লাখ ১৪২ টাকা। তাতে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১ টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। বাকি ৫১ পয়সা কোম্পানির রিজার্ভ ও অন্যান্য খাতে ব্যয় করবে।

এর আগের বছর বিমা কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছিল ৯ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ১৯৭ টাকা। তাতে ২০২০ সালে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ০৯ পয়সা। ওই বছরও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৭ শতাংশ নগদ আর ৩ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।

ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)আগামী ২০ জুলাই এবং ডেট সংক্রান্ত দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুন।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে নেট এসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৯ পয়সা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত