Homeকোম্পানি সংবাদবিদ্যুৎ-জ্বালানি খাতকে সিঙ্গাপুরের বন্ড মার্কেটে যুক্ত হওয়ার আমন্ত্রণ

বিদ্যুৎ-জ্বালানি খাতকে সিঙ্গাপুরের বন্ড মার্কেটে যুক্ত হওয়ার আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্যকে অভূতপূর্ব উল্লেখ করে এই খাতকে সিঙ্গাপুরের বন্ড মার্কেট ও পুঁজিবাজারে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকায় সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত ডেরক লোহ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণ জানান। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ডেরক লোহ বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। এখানকার বিদ্যুৎ ও জ্বালানি খাত সিঙ্গাপুরের বন্ড ও পুঁজিবাজারে যেতে পারে। সিঙ্গাপুরের মার্কেট সবার জন্য উন্মুক্ত।

নসরুল হামিদ বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে বিস্ময়কর সাফল্যের পাশাপাশি পরিকল্পিত নগরায়ন, জ্বালানি, শিক্ষা, ও প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ কাজ করতে পারে। এতে উভয় দেশই উপকৃত হবে।

‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিনিয়োগ বান্ধব। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে সামগ্রিক পদ্ধতি হালনাগদ করতেও অংশীদারত্বের ভিত্তিতে দুদেশ কাজ করতে পারে। যৌথভাবে আর কী কী কাজ করা যেতে পারে তা অনুসন্ধান করতে উভয় পক্ষ নিয়ে একটি কমিটি করা যেতে পারে।’

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে সিঙ্গাপুরের হেড অফ মিশন শিলা পিল্লাই, সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর ওমা মনিয়ানদি, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক কান্ট্রি অফিসার নাথানিয়াল লি, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের পরিচালক জয়কৃষ্ণান গোপালকৃষ্ণান ও এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের গ্লোবাল ডিরেক্টর অড্রে টেন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত