Homeডিএসই/সিএসইইটিএফ চালু নিয়ে যুক্তরাজ্যের ডন গ্লোবাল ও ডিএসই বৈঠক

ইটিএফ চালু নিয়ে যুক্তরাজ্যের ডন গ্লোবাল ও ডিএসই বৈঠক

স্টাফ রিপোর্টার : ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) চালু করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং যুক্তরাজ্যভিত্তিক ডন গ্লোবাল ম্যানেজমেন্টের মধ্যে বৈঠক করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৭ জুন) বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার।

বৈঠকে ইটিএফ বিষয়ে বিএসইসির দৃষ্টিভঙ্গি, বাংলাদেশে ইটিএফ চালু করার প্রক্রিয়া, তালিকাভুক্তির নিয়ম-কানুন এবং অন্যান্য প্রযুক্তিগত দিকগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এবং ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের, সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আবদুল্লাহ এবং এক্সিকিউটিভ মুহাম্মদ সুহাইলুর রহমান এবং ডন গ্লোবাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিআইও মরিটস পট এবং রিভার স্টোন ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ, ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমানসহ অনেকে।

ডন গ্লোবাল ম্যানেজমেন্ট লিমিটেড, ফন্টিয়ার মার্কেটে ইটিএফ প্রোডাক্ট লঞ্চিং এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় ফার্ম। কোম্পানিটি ডিএসইতে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালু করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ এবং জ্ঞান স্থানান্তরের প্রশিক্ষণ প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেছে।

ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের বলেন, কিছু বাংলাদেশী সুপরিচিত সংস্থা ডিএস-৩০ সূচক ট্র্যাকিং করে ইটিএফ চালু করতে আগ্রহ প্রকাশ করেছে। ডিএসই তার কাউন্টার পার্টকে সূচক গুণনা করার জন্য রিয়েল টাইম ডাটা এবং ইটিএফ চালু করার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবো।

পাশাপাশি তিনি ডন গ্লোবালকে বাংলাদেশের পুঁজিবাজারের স্বার্থে কম ব্যয়ের অনুপাতের ইটিএফ চালু করার জন্য অনুরোধ করেন।

ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার বলেন, যে সব প্রতিষ্ঠান ডিএসইতে ইটিএফ চালু করতে আগ্রহী, তাদের ডিএসই দ্রুত সেবা প্রদান করবে। যাতে তারা দ্রুত এক্সচেঞ্জে ইটিএফ চালু করতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত