ডেস্ক রিপোর্ট : দেশে প্রথমবারের মতো অ্যালুমিনিয়াম ও তামার পণ্যের মধ্যবর্তী কাঁচামাল ‘ইনগট’ তৈরির কারখানা হচ্ছে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে। বর্তমানে এই কাঁচামাল পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল। নতুন এই কারখানায় দেশীয় স্টার অ্যালাইড ভেঞ্চারের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে জাপানের জাপান মেটাল কোম্পানি।
মঙ্গলবার (২৮ জুন) চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু হলে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ–সংক্রান্ত সমঝোতা চুক্তি হয়েছে।
বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগের জন্য আগেই ৫০ একর জমি নিয়েছিল স্টার অ্যালাইড ভেঞ্চার। নিটল–নিলয় গ্রুপ, এম আলম গ্রুপ, পেডরোলো এনকে লিমিটেড ও জিপিএইচ ইস্পাত—এই চারটি প্রতিষ্ঠান যৌথভাবে স্টার অ্যালাইড ভেঞ্চার নামে নতুন কোম্পানি গঠন করে। জমি নেওয়ার সময় তারা ৭৫০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব করেছিল।
জানতে চাইলে স্টার অ্যালাইড ভেঞ্চারের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, অ্যালুমিনিয়াম ও তামার ইনগট তৈরির এটি হবে প্রথম কারখানা। আগামী এক বছরের মধ্যে এই কারখানা চালু হবে। এই কারখানার উৎপাদিত কাঁচামাল দেশের পাশাপাশি বিদেশে রপ্তানি হবে। আমদানি–নির্ভরতা কাটিয়ে বৈদেশিক মুদ্রাও আয় হবে।
জাপানি প্রতিষ্ঠানটি কত বিনিয়োগ করবে তা প্রকাশ করেনি স্টার অ্যালাইড ভেঞ্চার। দুই পক্ষই যৌথভাবে আলোচনা ও সম্ভাব্যতা যাচাই করে বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করবে। সমঝোতার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে স্টার অ্যালাইড ভেঞ্চার। বর্তমানে দেশে অ্যালুমিনিয়ামের প্রোফাইলসহ আসবাব ও তৈজসপত্র তৈরির কাঁচামাল অ্যালুমিনিয়াম ইনগট আমদানি করতে হয়। একইভাবে তামার পণ্য তৈরিতেও কাঁচামাল হিসেবে কপার ইনগট আমদানি করা হয়।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে জাপান মেটাল কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট জুন মিজুতানি বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ যেভাবে তার উন্নয়নের অগ্রগতি ধরে রেখেছে, তা আমাকে বিস্মিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে স্টার অ্যালাইড ভেঞ্চার লিমিটেডের ৫০ একর জমি পরিদর্শন করে তাদের সঙ্গে এই যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।’
স্টার অ্যালাইড ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, জাপান অ্যালুমিনিয়াম ইনগট এবং কপার ইনগট সারা বিশ্বে রপ্তানি করে। তাদের গুণগতমান সারা বিশ্বে সমাদৃত। জাপান মেটাল কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগের এই কারখানা বাংলাদেশ থেকে পণ্যটি রপ্তানির পথ দেখাবে।
জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, দেশে প্রথম এই কারখানায় কর্মসংস্থান হবে, শ্রমিকেরাও দক্ষতা অর্জন করবে। রপ্তানির ঝুড়িতে নতুন পণ্য যোগ হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।