সকল মেনু

বিপিসির কাছে পণ্য বিক্রি করবে সিভিও

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে হাইড্রোকার্বন সলভেন্ট পেট্রোলিয়ামসহ পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিক্রি করবে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড (সিভিও)

কোম্পানি দুটির মধ্যে সোমবার (২৭ জুনএকটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার (২৮ জুন) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি খাতের এই কোম্পানি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সোমবার (২৭ জুন) এর শেয়ারদর ছিল ১৮৯ টাকা ৯০ পয়সা এবং মঙ্গলবার ছিল ১৯০.৯০ টাকা।

এক বছরের শেয়ার দরের চিত্রটি মঙ্গলবার ডিএসই থেকে নেয়া

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০টি। এরমধ্যে উদ্যোক্তাপরিচালকদের হাতে ৪৫ দশমিক ৩১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯ দশমিক শতাংশ শেয়ার মালিকানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top