স্টাফ রিপোর্টার : এনআরবিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গেলো বছর (৩১ ডিসেম্বর, ২০২১) সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে এনআরবিসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (২৯ জুন) এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ১৩ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
নিয়মানুসারে, লভ্যাংশ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে কোম্পানি কর্তৃক ঘোষিত বোনাস লভ্যাংশ চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি সম্মতি দিলেই ওই লভ্যাংশ বিতরণ করা যায়।
এনআরবিসি বিএসইসির অনুমোদন পাওয়ার পর বোনাস লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ১৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করেছে। ২৮ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
যেসব বিনিয়োগকারীর বিও হিসাবে এনআরবিসির শেয়ার থাকবে, আগামী ১৩ জুলাই তারা ওই সাড়ে ৭ শতাংশ বোনাস পাবেন বলে জানিয়েছে ব্যাংকটি।
এনআরবিসি জানায়, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে ঘোষিত সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়ে দেওয়া হয়েছে।