স্টাফ রিপোর্টার: এশিয়ান কনজ্যুমার কেয়ার (প্রাঃ) লিমিটেড থেকে মালিকানা ছাড়বে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। একইসঙ্গে এসিআই ওই কোম্পানিতে থাকা নিজের সব শেয়ার বিক্রি করে দেবে। ২০০৩ সালে এসিআই ভারতীয় বহুজাতিক কোম্পানি ডাবর ইন্টারন্যাশনাল- ইউকে’র সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করে এশিয়ান কনজ্যুমার কেয়ার।
মালিকানা ছেড়ে দেয়া ও শেয়ার বিক্রি বিষয়ে বুধবার (১৩ জুলাই/২০২২) অনুষ্ঠিত এসিআইয়ের পর্ষদ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাবর ব্র্যান্ডের সাব-লাইসেন্সে নারিকেল তেল, শ্যাম্পুসহ প্রসাধনী উৎপাদন ও বাজারজাতকারী এশিয়ান কনজ্যুমারের ২৪ শতাংশ শেয়ার ধারণ করছে এসিআই। সংখ্যায় যা- ৮৪ লাখ ৮০ হাজার ১৮৭টি। ১০ টাকা অভিহিত মূল্যের এসব শেয়ার বিক্রির মাধ্যমে ৬০ কোটি টাকা অর্জিত হবে এসিআইয়ের।
এসিআই জানায়, কোম্পানির মূল ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রবৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে এশিয়ান কনজ্যুমার ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদন অনুসারে, ২০২১ সমাপ্ত হিসাব বছর নীট মুনাফার পরিমাণ ৩৪ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় বা ইপিএস ৫ টাকা ৫০ পয়সা।
শেয়ারমার্কেটে ১৯৭৬ সালে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ১৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৭কোটি ২৫লক্ষ ৭৬হাজার ৭শত ৮৮টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৫.২৮ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৪০.৭৫ শতাংশ। বাকি ২৩.৯৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।