সকল মেনু

গ্রামীণফোন ১০ টাকার প্রতি শেয়ারে দেবে সাড়ে ১২ টাকা

স্টাফ রিপোর্টার: গ্রামীণফোন লিমিটেডের শেয়ারপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে প্রতি শেয়ারে শেয়াহোল্ডারদের ১২৫ শতাংশ নগদ বা সাড়ে ১২ টাকা ঘোষণা করেছে কোম্পানির কর্তৃপক্ষ।

গ্রামীণফোন লিমিটেডের বর্তমান ১৩৫ কোটি ৩ লাখ ২২টি শেয়ার এবং সে হিসেবে ১ হাজার ৬৮৭ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ২৭৫ টাকা লভ্যাংশ দেবে।

ডিএসইতে সোমবার শেয়ার দরের চিত্র

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার শেয়ারপ্রতি দর হয়েছে ২৮৯ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার ওয়েবসাইটের মাধ্যমে জানায়, কোম্পাটির সর্বশেষ পর্ষদ সভায় শেয়াহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও জানুয়ারি থেকে জুন ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

২০০৯ তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে টাকা শেয়ারহোল্ডারদের দেবে। পর্ষদ ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট। অর্থাৎ এই দিন যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে। তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে- এপ্রিল থেকে জুন ২০২২ সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ মুনাফা বেড়েছে।

আর চলতি বছরের দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে  যা ছিল ১২ টাকা ৮৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ২৫ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top