স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড সোমবার (১৮ জুলাই/২০২২) শেয়ারদর বাড়ার ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে অবস্থান নেয়। একইসঙ্গে ধারাবাহিকভাবে বাড়ছে কোম্পানিটির শেয়ারদর।
ডিএসইর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ২.১৪ শতাংশ। শেয়ারটির এদিন সর্বশেষ দর ছিল ১০০ টাকা ২০ পয়সা। কোম্পানিটি ২ হাজার ৫০৯ বার হাতবদলের মাধ্যমে ১৩ লাখ ৮৩ হাজার ৩৩১টি শেয়ার লেনদেন করে।
ওরিয়নের শেয়ার লেনদেনের চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত ১ মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে কোম্পানিটির শেয়ারদর।
লেনদেনের গ্রাফ অনুযায়ী- ২০ জুন/২০২২ শেয়ারটির দর ছিল ৮০ টাকা ৪০ পয়সা। -যা ১৮ জুলাই/২০২২ এ ১০০ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। সেহিসেবে ১ মাসে শেয়ারটির দর ১৯ টাকা ৮০ পয়সা বেড়েছে।
সেইসঙ্গে শেয়ারটির দর ধারাবাহিক উত্থানের ক্ষেত্রে মাসের তিন কার্যদিবস সামান্য ব্যাত্যয় ঘটে। এরমধ্যে চলতি বছরের ২৩ জুন শেয়ারটির দর ছিল ৮৫ টাকা ৩০ পয়সা। -যা ২৬ জুন ৯০ পয়সা কমে ৮৪ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়। আবার, পরদিন অর্থাৎ, ২৭ জুন শেয়ারটির দর ২০ পয়সা কমে ৮৪ টাকা ২০ পয়সায় দাঁড়ায়।
পরবর্তীতে ৭ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৬ টাকা ৬০ পয়সা। -যা ঈদশেষে ১ম দিনের লেনদেনে (১২ জুলাই) ১ টাকা ৯০ পয়সা কমে ৯৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। মাসের বাকি সময় ধারাবাহিকভাবে বেড়েছে শেয়ারটির দর।
বিগত বছরগুলোর তুলনায় ওরিয়ন ইনফিউশন ২০২০ ও ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ৪ শতাংশ কম ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানিটি ৩০ জুন- ২০২০ ও ২০২১ সমাপ্ত হিসাব বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এর আগে ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালে ১৪ শতাংশ এবং ২০১৫ সালের সমাপ্ত হিসাব বছর ১৩ নগদ লভ্যাংশ দিয়েছিল ওরিয়ন ইনফিউশন।
শেয়ারমার্কেটে ১৯৯৪ সালে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারসংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭ শত ৬০টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৪০.৬১ শতাংশ শেয়ার।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ১৬.৭৬ শতাংশ। বিদেশী বিনিয়োগকারীর রয়েছে ০.১৯ শতাংশ শেয়ার। বাকি ৪২.৪৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।