স্টাফ রিপোর্টার: বীমা খাতের তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। কোম্পানির চলতি ২০২২ হিসেব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন/২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শনিবারের (২৩ জুলাই/২০২২) পর্ষদ সভায় এ আর্থিক প্রতিবেদনটি অনুমোদন পায়।
প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময় অর্থাৎ, হিসেব বছরের এপ্রিল-জুন পর্যন্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময় যা ৫৬ পয়সা ছিল। ফলস্বরূপ কোম্পানির ইপিএস কমেছে ২২ পয়সা।
এসময় কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির রিজার্ভ ৩৩ কোটি ৯৩ লাখ টাকায় দাঁড়িয়েছে।