সকল মেনু

শেয়ার প্রতি ৩০ টাকা লভ্যাংশ দেবে ম্যারিকো

স্টাফ রিপোর্টার : ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় ম্যারিকো। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩০ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন/২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ প্রদানের এ সিদ্ধান্ত অনুমোদন পায়।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের হিসাববছর শুরু হয় ১ এপ্রিল, শেষ হয় ৩১ মার্চ। এ হিসেবে কোম্পানিটির চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক শেষ হয়েছে ৩০ জুন।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ আগষ্ট/২০২২ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top