সকল মেনু

প্রবাসীদের আমানতের সুদহার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার: প্রবাসীদের বৈদেশিক মুদ্রা আমানতের ন্যূনতম সুদহার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যে মুদ্রায় একজন প্রবাসী আমানত রাখবেন, সেই মুদ্রার বেঞ্চমার্ক দরের সঙ্গে কোন হারে সুদ দিতে হবে তা ঠিক করে দেওয়া হয়েছে।

এক বছর থেকে তিন বছর পর্যন্ত মেয়াদি আমানতে ন্যূনতম সুদহার হবে সংশ্নিষ্ট মুদ্রার বেঞ্চমার্ক রেফারেন্স দর যোগ ২ দশমিক ২৫ শতাংশ। আর তিন বছরের বেশি থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়াদি আমানতে বেঞ্চমার্ক রেফারেন্স দর যোগ ৩ দশমিক ২৫ শতাংশ।

সোমবার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়।

এর আগে ১৭ জুলাই এক নির্দেশনার মাধ্যমে প্রবাসীদের বৈদেশিক মুদ্রা আমানতের সুদহারের সর্বোচ্চ সীমা প্রত্যাহার করা হয়। ওই নির্দেশনার আগ পর্যন্ত কোনো ব্যাংক বৈদেশিক মুদ্রা আমানতে ‘ইউরো কারেন্সি ডিপোজিট রেটের’ বেশি সুদ দিতে পারত না। উল্লেখ্য, বেঞ্চমার্ক দর বলতে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট (লাইবর), ইউরো ইন্টার ব্যাংক অফার রেট (ইউরিবর) বা এ জাতীয় সুদহারকে বোঝানো হয়।

সংশ্নিষ্টরা জানান, আমদানি ব্যয় অনেক বেড়ে যাওয়া এবং প্রবাসী আয় কমার ফলে চাপে রয়েছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। যে কারণে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে সুদহারের নূ্যনতম সীমা ঠিক করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top