ডেস্ক রিপোর্ট: বিভিন্ন খাতের ১১টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে চলতি আগষ্ট/২০২২ মাসে। এরমধ্যে মাসব্যাপি ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে ১০ কোম্পানির এজিএম।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্সে কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, লিবরা ইনফিউশনস্, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়- রূপালী ব্যাংকের এজিএম ৭ আগস্ট রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
সাউথইস্ট ব্যাংকের এজিএম ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
ওয়ান ব্যাংকের এজিএম ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। কার্যত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, https://obl.bdvirtualagm.com লিঙ্কের মাধ্যমে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
এনসিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে ১১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায়।
জনতা ইন্স্যুরেন্সের এজিএম হবে ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায়।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায়।
লিবরা ইনফিউশনস্-এর এজিএম ২১ আগস্ট রোববার (কোর্টের আদেশ অনুযায়ী) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
বার্জার পেইন্টসের এজিএম ২৪ আগস্ট বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল ব্যাংকের এজিএম ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়।
ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট শনিবার সকাল ১১টায় । এজিএমের স্থান নির্ধারণ না হওয়ায় পরে জানানো হবে বলে তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি।