সকল মেনু

সংকটে থাকা ইয়াকিন পলিমারকে অধিগ্রহণ করছে ক্যাপিটা প্যাকেজিং

শাহীনুর ইসলাম: চলতি মূলধন সংকটে থাকা প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড বিক্রি হচ্ছে। সংকট আরো ঘনীভূত হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটিকে অধিগ্রহণ করবে ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড।

চলতি মূলধন সংকট থেকে চার বছর ধরে বের হতে পারছে না কোম্পানিটি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেডকে অধিগ্রহণে সম্প্রতি শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে শেয়ার হস্তান্তরের কাজ অনেকদুর এগিয়েছে বলে বিশেষ একটি সূত্র জানিয়েছে।

তবে কোম্পানি সেক্রেটারি মাহমুদুর রহমান অধিগ্রহণ বিষয়ে কোন মন্তব্য করেননি। কোম্পানির উৎপাদন সম্পর্কে ইয়াকিন পলিমার দাবি করেছে, তাদের কারখানা পুরোপুরি বন্ধ নয়, সামান্য চালু রয়েছে। তবে কোম্পানি দীর্ঘদিন ধরে চলতি মূলধন সংকটের মধ্যে রয়েছে, যা বার্ষিক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।

ইয়াকিন পলিমারের উদ্যোক্তাদের ধারণকৃত ৩০ দশমিক ৫২ শতাংশ শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা দরে কিনে কোম্পানিটিকে অধিগ্রহণ করবে। প্রতিষ্ঠানটির মোট শেয়ার দুই কোটি ২১ লাখ ৯৩ হাজার। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ার কেনাবেচা হবে।

কোম্পানিটিকে অধিগ্রহণে বিএসইসির নির্দেশনা হলো- ক্যাপিটা প্যাকেজিংয়ের নামে শেয়ার স্থানান্তরের পর নতুন পর্ষদ গঠন করা হবে। পর্ষদের সব সদস্যের কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকতে হবে।

একই সঙ্গে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে মোট শেয়ারের ন্যূনতম ৩০ শতাংশ ধারণ এবং নির্দেশনা জারির ৩০ দিনের মধ্যে শেয়ার হস্তান্তরের বিষয়টি বাস্তবায়ন করতে হবে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানির ঋণের বোঝা কমাতে উদ্যোগ নেবে নতুন পর্ষদ। একই সঙ্গে কোম্পানির বর্তমানে ৩৩ কোটি ৯৫ লাখ টাকার ব্যাংকঋণের দায়ভারও গ্রহণ করবে নতুন পর্ষদ। শেয়ার হস্তান্তর হওয়ার দুই মাসের মধ্যে ক্রেতাদের কোম্পানিটির উৎপাদন চালু করার নিশ্চয়তা দিতে হবে।

ইয়াকিন পলিমারের শেয়ার বিক্রেতারা হলেন- সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ (৫২ লাখ ৪৬ হাজার ৩৫৬ শেয়ার), ইয়াকিন এগ্রো প্রোডাক্টস (২৮ লাখ ২৩ হাজার ৩৯ শেয়ার), কাজী আনোয়ারুল হক (২৭ লাখ ২৩ হাজার ২০৮ শেয়ার), কাজী নজিবুল হক (২৯ লাখ ১১ হাজার ১৭২ শেয়ার), এসএম আকতার কবির (১৭ লাখ ৪৮ হাজার ৭৮৫ শেয়ার), জুলিয়া পারভিন (১৩ লাখ ৮১ হাজার ৭৫ শেয়ার), মালিহা পারভিন (১৫ লাখ ৭৩ হাজার ৯০৬ শেয়ার), এসএম মনিরুজ্জামান (১৫ লাখ ৬১ হাজার ৪১৫ শেয়ার), সাব্রিনা সামাদ (১৪ লাখ ৭৪ হাজার ৫৯৯ শেয়ার), এসকে ইয়াকিন পলিমারের জামিল হোসেন (১৪ লাখ ৭৫ হাজার ৪৮১ শেয়ার) ও কাজী এমদাদুল হক (দুই লাখ ৭৪ হাজার ৮০৯ শেয়ার)।

বুলবিডি (https://bullbd.com/#/) থেকে নেয়া বৃহস্পতিবারের গ্রাফ

বুধবার কোম্পানির শেয়ারপ্রতি দর ঢাকা স্টক এক্সচেঞ্জে ছিল ১৯ টাকা ৩০ পয়সা। দীর্ঘ মেয়াদে ২৪ কোপি টাকা ঋণে থাকা কোম্পানির পুরাতনত কর্তৃপক্ষ চলতি বছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top