Homeকোম্পানি সংবাদইউনিয়ন ক্যাপিটালের চেয়ারম্যান হলেন ড. খুরশিদ আলম

ইউনিয়ন ক্যাপিটালের চেয়ারম্যান হলেন ড. খুরশিদ আলম

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ড. জি এম খুরশিদ আলম। ড. আলম ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।

১৯৯৫ সালে তিনি প্রাথমিকভাবে প্রেষণে বিশ্বব্যাংকে যোগদান করেন এবং পরবর্তীতে সরকারি চাকরি থেকে পদত্যাগের পর সেই সংস্থায় অব্যাহত থাকেন। ২০১২ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত সাউথ এশিয়া প্রাইভেট সেক্টর অ্যান্ড ফাইন্যান্স (এসএএসএফপি) বিভাগে সিনিয়র বেসরকারি খাত উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

২১ অগাস্ট অনুষ্ঠিত ইউনিয়ন ক্যাপিটালের ২৯১ তম পরিচালনা পর্ষদের সভায় জি এম খুরশিদ আলম প্রতিষ্ঠানটির নতুন চেয়াম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ইসি সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন।

এরআগে ২০১৪ থেকে দ্য পলিসি রিসার্চ ইনস্টিটিউশনস অফ বাংলাদেশের (পিআরআই) অপারেশনস ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, মবিল-যমুনা লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালকের পদেও অধিষ্ঠিত আছেন।

ড. আলম ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ সম্পন্ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ এবং বি এ (অনার্স) সম্পন্ন করেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশে ভ্রমণ এবং বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত