স্টাফ রিপোর্টার: ছয় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন একেএম শহীদ রেজা। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।
ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়, ব্যাংকের মোট শেয়ার হতে শহীদ রেজার মালিকানায় রয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ১২৬টি। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত ছয় লাখ শেয়ার ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।
শেয়ারমার্কেটে ২০০৪ সালে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ১ হাজার ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ৬৬ লাখ টাকা।
মার্কেন্টাইলের মোট শেয়ারসংখ্যা ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৩৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৪ দশমিক ১৮ শতাংশ এবং বিদেশী বিনিয়োগকারীর কাছে ৪ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৩৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।