সকল মেনু

কমেছে সন্ধানী লাইফের জীবন বীমা তহবিল

স্টাফ রিপোর্টার: চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমন্বিত জীবন বীমা তহবিলের আকার ৫৬ কোটি ২ লাখ ৪০ হাজার কমে ৭০০ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে।

অবশ্য আগের হিসাব বছরের একই সময়েও কোম্পানিটির এ তহবিলের আকার কমেছিল। এ সময়ে তহবিলের আকার ৪৬ কোটি ৮৬ লাখ ৪০ হাজার কমে ৭৫০ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছিল।

ডিএসইর মাধ্যমে কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত জীবন বীমা তহবিলের আকার কমেছে ৩০ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিলের আকার ৩৬ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা কমেছিল।

আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ২৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা কমেছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে কমেছিল ১০ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ১৫ পয়সায়।

আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের আলোকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৮ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২১ সেপ্টেম্বর।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। তার আগের হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগের হিসাব বছরে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা।

এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরে ২০ শতাংশ করে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৯৬ সালে শেয়ারবাজারে আসা সন্ধানী লাইফের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। মোট শেয়ারসংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ৬৩৩। এর ৩১ দশমিক ৪৫ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৩ দশমিক ৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৫ দশমমিক শূন্য ৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৯ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৬ টাকা ২০ পয়সা ও ৪৪ টাকা ২০ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top