সকল মেনু

এমারেল্ড অয়েলের জাপানে নতুন শাখা

স্টাফ রিপোর্টার : এমারেল্ড অয়েল জাপানে নতুন শাখা খুলেছে। কোম্পানিটি জাপানে নতুন শাখা গত ২০ সেপ্টেম্বর চালু করেছে।

ডিএসই সূত্র জানায়, এমারেল্ড অয়েলের নতুন শাখা জাপানের টোকিওতে ২-২০২ ফ্লোরাল হিগাশিকাচি ৬-১৩-১৩ হিগাশিকাচি, এডোগাওয়া-কু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top