সকল মেনু

শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান ব্যাংকক যাচ্ছেন

স্টাফ রিপোর্টার : ব্যাংকক যাচ্ছেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান ও এএসএর ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম। এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) ও গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে রবিবার ঢাকা ত্যাগ করবেন তিনি।

থাই ন্যাশনাল শিপার্স কাউন্সিলের উদ্যোগে ১০-১২ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হবে। শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান ও পরিচালক আরজু রহমান ভূঁইয়া চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন। তারা সফর শেষে ১৮ অক্টোবর দেশে ফিরবেন।

সভায় এএসএ ও জিএসএর ২০২২-২৩ কার্যক্রম; থাইল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন কৌশল, লজিস্টিকস ও ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট প্ল্যান এবং গভর্নমেন্ট সাপোর্ট ইন থাইল্যান্ড; গ্লোবাল মেরিটাইম ক্রাইসিস: লেশন লার্নড অ্যান্ড ফিউচার প্ল্যান; ইস্টার্ন ইকোনমিক করিডোর ডেভেলপমেন্ট প্ল্যান, সিঙ্গেল রেল ট্রান্সপোর্ট অপারেটর অ্যান্ড ড্রাইপোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট; পোর্ট কমিউনিটি সিস্টেম প্রজেক্ট এবং ২০২২ কার্গো বিল অব রাইট ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করা হবে। এছাড়া সদস্য দেশগুলোর কান্ট্রি রিপোর্ট উপস্থাপন করা হবে এবং এএসএর নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে।

বাংলাদেশ ছাড়াও ইউরোপিয়ান, হংকং, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, মালয়েশিয়ান শিপার্স কাউন্সিল ও ম্যাকাও শিপার্স অ্যাসোসিয়েশন এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অব এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্সের প্রতিনিধিরা সভায় যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top