প্রকাশ : অক্টোবর ১১, ২০২২ , ৮:৫৯ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার : উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ব্যাংকটির নাম ও সংঘস্বারকে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিএসইর মাধ্যমে সোমবার জানা যায়, এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে এ বছরের ২৪ নভেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।
তথ্য অনুসারে, উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি থেকে দেড় হাজার কোটি টাকায় উন্নীত করতে চায়। এক্ষেত্রে ব্যাংকটির ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারের বিপরীতে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নির্ধারণ করা হবে।
এছাড়া ব্যাংকটির পর্ষদ উত্তরা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে উত্তরা ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১১, ২০২২ , ৮:৫৯ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।