সকল মেনু

লভ্যাংশ অনুমোদন আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের

স্টাফ রিপোর্টার : আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা শনিবার, ১৫ অক্টোবর দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২১-২২ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়।

এসময় কোম্পানির শেয়ার মালিকগণ ২০২১-২২ অর্থবছরের জন্য ৮৫ শতাংশ (অন্তর্বর্তীকালীন ৭০ শতাংশ নগদ লভ্যাংশসহ) নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ.টি.এম. আহমেদুর রহমান এবং অন্যান্য পরিচালক ও শেয়ার মালিকগণ সভায় উপস্থিত ছিলেন।

২০২১-২২ অর্থবছরে কোম্পানির ৫৩.১১ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০.০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩৪.৮৮ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top