সকল মেনু

লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সিমেন্ট সেক্টরের একটি বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি কোম্পানিটি ২০২২ অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) সময়ের জন্য তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে। এ প্রান্তিকে কোম্পানিটির নীট মুনাফা ২১ শতাংশ বেড়েছে।

২০২২ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৩ কোটি ৪৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৩ কোটি ৬৬ লাখ টাকা।

বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত বিক্রি হয়েছে ৫৭১ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির বিক্রি হয়েছিল ৪৬০ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় এ প্রান্তিকে মোট বিক্রি বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ।

লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা বলেন, ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার কমানোর জন্য ইতোমধ্যে প্রকল্প হাতে নিয়েছি আমরা। এর ফলে জ্বালানি খরচ কমেছে।

তিনি আরও বলেন, গত প্রান্তিকে সিমেন্টের কাঁচামালের দাম ব্যাপক হারে বাড়লেও আমাদের পণ্যের বিক্রির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমরা এ প্রান্তিকে ইতিবাচক ফলাফল পেয়েছি। কোম্পানির নতুন পণ্য-হোলসিম ওয়াটার প্রোটেক্ট এবং হোলসিম শক্তি তাদের বিক্রি বৃদ্ধিতে অবদান রেখেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮১ পয়সা। গত তৃতীয় প্রান্তিকের চেয়ে এ প্রান্তিকে ইপিএস বেড়েছে ২১ শতাংশ।

চলতি হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদনের আলোকে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লাফার্জ হোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ।

এই বছরের এপ্রিল-জুন প্রান্তিকে, কোম্পানিটির ৫০১ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে এবং ১২৩ কোটি নিট মুনাফা হয়েছে। যা গত বছরের তুলনায় যথাক্রমে ৬ এবং ১০ শতাংশ বেশি।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লাফার্জহোলসিমের শেয়ার সর্বশেষ ৭১.৮ টাকায় লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top