সকল মেনু

ফার কেমিক্যালের স্পিনিং ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার : ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের স্পিনিং ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। সোমবার, ১৭ অক্টোবর থেকে কোম্পানিটির স্পিনিং ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, ফার কেমিক্যালের স্পিনিং ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। প্রতিদিন স্পিনিং ইউনিটে উৎপাদন ক্ষমতা ১৮ টন। কোম্পানির স্পিনিং ইউনিট আগামী মাস থেকে বাণিজ্যিক উৎপাদনে যাবে।

এই প্রজেক্টে ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। ফার কেমিক্যাল স্পিনিং ইউনিটের মাধ্যমে প্রতিদিন প্রায় ৬৬ হাজার ৬০০ মার্কিন ডলার রাজস্ব আসবে। আর বছরে কোম্পানিটির ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার রাজস্ব আসবে। কোম্পানিটি আশা করছে বছরে ১৫ শতাংশ মুনাফা আসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top