সকল মেনু

আইএসও সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক

স্টাফ রিপোর্টার: তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি যথাযথভাবে পরিপালন করায় যুক্তরাজ্যের সার্টিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড আইএসও ২৭০০১: ২০১৩ অর্জন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সনদ।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরীর কাছে এ সনদ হস্তান্তর করেন ব্যুরো ভেরিটাস, বাংলাদেশের ন্যাশনাল বিজনেস ম্যানেজার মুকুট কে বড়ুয়া ও পরামর্শক প্রতিষ্ঠান আইওটা (বিডি) কনসালটিং লিমিটেডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান।

প্রতিদিনের তথ্য সুরক্ষা কার্যক্রমের কার্যকারিতা, দক্ষতা, গোপনীয়তা ও অখণ্ডতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বব্যাপী মান এবং অনুশীলনগুলো গ্রহণ ও প্রয়োগ করার স্বীকৃতি হিসেবে মার্কেন্টাইল ব্যাংককে এ সার্টিফিকেট দেয়া হয়।

অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি আদিল রায়হান, শামীম আহম্মদ ও হাসনে আলম, সিএফও তাপস চন্দ্র পাল, এসইভিপি অসীম কুমার সাহা, শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি হারুনী, সিটিও মুহাম্মদ মাহমুদ হাসান, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. ফয়সাল হোসেন, ব্যুরো ভেরিটাস, বাংলাদেশের রিজিওনাল সেলস ম্যানেজার কেবিএম তারেক, পরামর্শক প্রতিষ্ঠান আইওটা (বিডি) কনসালটিং লিমিটেডের ফাউন্ডার ও সিইও মো. গোলাম কিবরিয়া, হেড অব আইটি সার্ভিসেস হাসাইন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top