স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে সোমবার সকালে লেনদেন বন্ধ ছিল। প্রায় ৩ ঘণ্টা লেনদেন বন্ধ থাকার পরে দুপুরের পর পুনরায় লেনদেন চালু হয়।
দুপুর ২টা ১০ মিনিট থেকে ডিএসইতে লেনদেন চালু হয়। লেনদেন চলে দুপুর ২টা ৩০ মিনিট পরযন্ত। এ সময়ে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকার।
এ সময়ে ২১৫টি কোম্পানির শেয়ার দর কমে, ৮২টির বাড়ে এবং ১৮ টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।