স্টাফ রিপোর্টার: জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির আসল পণ্য পাওয়া নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। এখন থেকে কুমিল্লায় মিলছে সেই পণ্য। শহরের প্রাণকেন্দ্রেই মিলছে সনি’র আসল পণ্য। নতুন এই শো-রুমের শনিবার উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লি. (সনি-স্মার্ট) শনিবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, কুমিল্লায় এখন থেকে খুব সহজেই জাপানের সনির আসল পণ্য কিনতে পারছেন ক্রেতারা। মহানগরীর ৬৮৬/৬১৮ ক, ঝাউতলায় শো-রুম চালু করা হয়েছে।
শো-রুমের উদ্বোধন করেন স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর মনজুর কাদের মনি, মেডি হসপিটাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. গিয়াস উদ্দিন আহমেদ, জারিনস বিউটি সেলুন এন্ড জারিনস বুটিক শপের স্বত্বাধিকারী পারুল করিম, স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয়) সারোয়ার জাহান চৌধুরী এবং উপ-মহাব্যবস্থাপক (বিপণন) আজাদ রহমান।
নতুন এই শো-রুমের উদ্বোধন উপলক্ষে ‘সনি-স্মার্ট ওয়ার্ল্ডকাপ ফিভার ২০২২’ অফারের আওতায় সনি-ব্রাভিয়া এক্সআর ‘কে’ সিরিজ গুগল টিভি পাওয়া যাচ্ছে। একই সঙ্গে স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট -এর সকল পণ্য দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যে। সঙ্গে থাকছে বাহারি উপহার আর ক্লাউড কফি লাউঞ্জের ফ্রি কুপন।
অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সনি-স্মার্ট অত্যন্ত সুদৃঢ় ব্যবসায়িক নীতি মেনে সঠিক মূল্যে আসল পণ্যের সঙ্গে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছে। জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাজারজাত করে এরইমধ্যে সনি-স্মার্ট গ্রাহক আস্থা অর্জন করতে পেরেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।