স্টাফ রিপোর্টার: চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারধারী পরিচালক হতে যাচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। বর্তমানে তিনি লংকাবাংলা গ্রুপ ক্যাপিটাল মার্কেট অপারেশনস ও লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। এক্সচেঞ্জটির আসন্ন এজিএম তার নিয়োগের বিষয়টি অনুমোদন হবে।
সিএসইর বর্তমান শেয়ারধারী পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম দুই মেয়াদে ছয় বছর দায়িত্ব পালন করেছেন। আইনানুসারে, একজন শেয়ারধারী পরিচালক টানা দুই মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। ফলে তার পদে এবার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে সিএসই। গত বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
এদিন পর্যন্ত নাসির উদ্দিন চৌধুরী ছাড়া অন্য কোনো প্রার্থী এক্সচেঞ্জটির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেননি। এতে একক প্রার্থী হিসেবে তার মনোনয়ন গৃহীত হয়েছে। আগামী ২৪ নভেম্বর সিএসইর এজিএম অনুষ্ঠিত হবে। সেদিন আনুষ্ঠানিকভাবে এক্সচেঞ্জটির পরিচালক পদে নাসির উদ্দিন চৌধুরীর নিয়োগ অনুমোদন করা হবে।
মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এর আগে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।