সকল মেনু

রোববার দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১৮ ডিসেম্বর/২০২২) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিন শেয়ারটির দর ৫৪ টাকা বা ৭.৪৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, রোববার লেনদেনে অংশ নেয় ৩০৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে দর বেড়েছে ৩০টি কোম্পানির। দর কমেছে ৫৬টির, আর অপরিবর্তিত রয়েছে ২২৩টি কোম্পানির শেয়ারদর ।

ডিএসইতে রোববার ওরিয়ন ইনফিউশনের শেয়রদর সবথেকে বেশি কমে লুজার তালিকার শীর্ষে উঠে আসে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৭২০ টাকা ৩০ পয়সা। চলতি সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬৬৬ টাকা ৩০ পয়সা।

লুজার তালিকার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রো মেশিনারির ৭.০৫ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.৭১ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৪.৬৭ শতাংশ, সোনালী আঁশের ৪.৫৮ শতাংশ শেয়ারদর কমেছে।

ওই তালিকায় থাকা নর্দার্ন জুটের ৩.৩২ শতাংশ, বিডিকমের ৩.০৩ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.০১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৭০ শতাংশ এবং বিডি থাই ফুডের শেয়ারদর ২.৬৫ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top