স্টাফ রিপোর্টার: ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড শেয়ার হোল্ডারদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্দেশনা অনুযায়ী- ১০ শতাংশের নীচে লভ্যাংশ প্রদান করলে ক্যাটাগরিতে অবনমন ঘটবে। সেহিসেবে A থেকে B ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে কোম্পানিটি।
ডিএসই সূত্রে জানা যায়, পেনিনসুলা ৩০ জুন-২০২২, সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দিয়েছিল।
ডিএসই আরো জানায়, চলতি মাসের ২০ তারিখ, মঙ্গলবার থেকে পেনিনসুলা শেয়ার মার্কেটে B ক্যাটাগরিতে লেনদেন করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা পাবে না কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০ জুন/২০২১ ও ২০২০ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।
শেয়ারমার্কেটে ২০১৪ সালে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ৩০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৫২ লাখ টাকা।
কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১১ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৪৯ দশমিক ৮৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ১২ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীর রয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ। বাকি ৩৭ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।