সকল মেনু

ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের ১৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের দুই প্রতিষ্ঠানের ১৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২১ ডিসেম্বর/২০২২) কমিশনের ৮৪৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

প্রতিষ্ঠান দু’টির মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১০০০ কোটি এবং ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: সাত বছর মেয়াদে নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেমেব্ল, ফ্লোটিং রেট, সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। যার রেঞ্জ অব কূপন রেট ৬ থেকে ৯ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

উত্তোলিত টাকায় ইউসিবি ব্যাংক এর টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন (ডিবিএইচ)। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে বিএসইসি।

ট্রাস্ট ব্যাংক: সাত বছর মেয়াদে নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেমেব্ল, ফ্লোটিং রেট, সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। যার রেঞ্জ অব কূপন রেট ৬ থেকে ৯ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ট্রাস্ট ব্যাংক এর টায়ার II ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে এবং ভবিষ্যত প্রবৃদ্ধিতে ব্যবহার করবে।  বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি হিসেবে রয়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর, অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। বন্ডটিকে এটিবিতে অন্তর্ভুক্ত কররত শর্তারোপ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top