স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই/২২-সেপ্টম্বর/২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসানের চিত্র ভেসে উঠেছে এ প্রতিবেদনে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর/২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮২ পয়সা। এর বিপরীতে, আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৩ পয়সা।
কোম্পানিটির ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১০ টাকা ৫৭ পয়সা। আগে বছর একই সময়ে ক্যাশ ফ্লো মাইনাস ১ টাকা ২৯ পয়সা ছিল। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২৬ টাকা ৯৮ পয়সায় দাঁড়িয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা ৮০ পয়সায় শুরু হয়ে শেষ পর্যন্ত দর অপরিবর্তিত থাকে। গত ১ বছরে শেয়ারটির দর সর্বনিম্ন৪৪ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ৬৬ টাকা ৫০ পয়সা পর্যন্ত ওঠা-নামা করেছে।
শেয়ার মার্কেটে ২০১২ সালে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ২৪০ কোটি ৮৪ লাখ টাকা।