Homeঅ্যানালাইসিসফান্ডামেন্টাল অ্যানালাইসিসডিএসইতে সোমবারের লেনদেন ১৯৮ কোটি টাকা

ডিএসইতে সোমবারের লেনদেন ১৯৮ কোটি টাকা

স্টাফ রিপোর্টার: সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বেশ পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনও। আগের কর্মদিবসের তুলনায় ডিএসইতে এদিন ১২.৭০ শতাংশ কমে ২০০ কোটির নিচে অর্থাৎ, ১৯৮ কোটি ৮০ লাখ ৭৩ হাজার ১০২ টাকা ৮০ পয়সার লেনদেন হয়েছে। তবে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন।

সোমবার (২৬ ডিসেম্বর/২০২২), ডিএসই ও সিএসইর ওয়েবসাইট পর্যযালোচনায় এমন  তথ্য উঠে এসেছে।

পর্যযালোচনা অনুযায়ী, এদিন ডিএসইতে ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের ক্ষেত্রে গত আড়াই বছরের মধ্যে যা সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ৭ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩৯ কোটি টাকার।

আবার, আগের কর্মদিবস অর্থাৎ, গত ‍বৃহস্পতিবারের তুলনায় ডিএসইতে কম লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৪ লাখ টাকা। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

সোমবার ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে। আর,  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে  ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

ডিএসইতে সোমবার ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসইর সার্বিক সূচক সিএসপিআই কমেছে ২৩ পয়েন্ট। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত