স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৬ ডিসেম্বর/২০২২) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। আর, সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয় শেয়ারটি।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ১৪ বার হাত বদলের মাধ্যমে ৫৪৬টি শেয়ার লেনদেন করে। -যার বাজার মূল্য ১০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। সোমবার শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তৃতীয় স্থানে রয়েছে- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দর বাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাস ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, আমরা টেকনোলজি ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।