Homeকোম্পানি সংবাদইউনিলিভারে সুদিন, শুরু করছে খাদ্য পণ্য উৎপাদন

ইউনিলিভারে সুদিন, শুরু করছে খাদ্য পণ্য উৎপাদন

স্টাফ রিপোর্টার: খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ব্যবসা বাড়াতে খাদ্য পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। নিয়েছে। আগামীকাল ২৮ ডিসেম্বর (বুধবার) থেকে খাদ্য পণ্যের বাণিজ্যিক উৎপাদনে যাবে কোম্পানিটি।

চট্টগ্রামের ফৌজদারহাট শিল্প এলাকায় অবস্থিত ইউনিলিভারের কারখানায় খাদ্য পণ্য উৎপাদন করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারমার্কেটে ১৯৭৬ সালে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৯৮ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৪৯টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৮৬ দশমিক ৯৬ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীর শূন্য দশমিক ২৯ শতাংশ। বাকি ৩ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত