সকল মেনু

১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন রানার অটোমোবাইলসের

স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৭ ডিসেম্বর/২০২২) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোহিনুর কেমিক্যালের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী।

সভায় আরো উপস্থিত ছিলেন- কোম্পানি সচিব মিজানুর রহমান, সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ।

সভায় কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান রানার অটোমোবাইলসের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

কোম্পানি সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় পর্ষদ ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশের পাশাপাশি বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা করেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক সুবীর কুমার চৌধুরী।

পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ প্রতিষ্ঠানটির অগ্রগতিমূলক পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করে পর্ষদকে ধন্যবাদ জানান শেয়ারহোল্ডাররা।

সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানসহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশসহ এর ধারাবাহিকতা কামনা করেন বার্ষিক সাধারণ সভায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top