স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি এসিআই ও বিডি ল্যাম্পস লিমিটেড।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে রোববার (১ জানুয়ারী) এ তথ্য জানা গেছে।
সিডিবিএল জানায়, কোম্পানিটিদু’টির ৩১ ডিসেম্বর ২০২১ অর্থবছরের ঘোষিত স্টক লভ্যাংশ নতুন বছরের শুরুতে অর্থাৎ, ১ জানুয়ারী-২০২৩, রোববার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
এরমধ্যে, এসিআই লিমিটেডের স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) ৫ শতাংশ। আলোচ্য সময়ে নগদ ৫০ ও স্টক ৫ মিলে ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।
আবার, বিডি ল্যাম্পস লিমিটেডের স্টক লভ্যাংশের পরিমাণ ৭ শতাশ। আলোচ্য সময়ে নগদ ২০ ও স্টক ৭ মিলে ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।