Homeঅ্যানালাইসিসফান্ডামেন্টাল অ্যানালাইসিস৫ জানুয়ারী দর বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

৫ জানুয়ারী দর বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৫ জানুয়ারী/২০২৩) টপটেন গেইনার বা দরবৃদ্ধির শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয় ৩৪২টি প্রতিষ্ঠান। এরমধ্যে দর বেড়েছে ৩৬টি কোম্পানির। দর কমেছে ১৩৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭১টি কোম্পানির শেয়ারদর।

ডিএসইতে বৃহস্পতিবার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার সর্বশেষ ১৩৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন করে গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। এদিন ১ হাজার ৭৫২ বার হাত বদলের মাধ্যমে ১১ লাখ ৫৯ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন করে কোম্পানিটি। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৩০ পয়সা বা ৮.২২ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।

এ তালিকার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও রপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত