স্টাফ রিপোর্টার: বীমা খাতের প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩ কোটি টাকার বিনিয়োগ বাড়বে। ভেঞ্চার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে এ বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচলনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (১৫ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বর্মানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫ কোটি টাকা; যা কোম্পানির পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ।
ডিএসইতে রোববার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।