সকল মেনু

লেনদেন বন্ধের মেয়াদ ৮০ দফা বাড়লো পিপলস লিজিংয়ের

স্টাফ রিপোর্টার: আবারো বাড়ানো হয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ। এ নিয়ে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হলো ৮০ দফা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (২৪ জানুয়ারি/২০২৩) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। সে হিসেবে ২৫ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শেয়ার লেনদেন বন্ধ থাকবে প্রতিষ্ঠানটির।

পুঁজিবাজারে ২০০৫ সালে তালিকাভুক্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। এরপর পর্যায়ক্রমে ১৫ দিন পরপর শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রতিষ্ঠানটিতে শেয়ারহোল্ডারদের আটকে থাকা বিনিয়োগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top