সকল মেনু

বিওতে ৩ কোম্পানির বোনাস শেয়ার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানি। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাবে পাঠানো এ ৩ কোম্পানির মধ্যে রয়েছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি-২০২৩) এ তথ্য জানা গেছে।

সিডিবিএল জানায়, কোম্পানি ৩টির মধ্যে সিনোবাংলা আলোচ্য সময়ে ১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তবে, নগদ ১০ মিলে ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

কুইন সাউথ টেক্সটাইল আলোচ্য সময়ে ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তবে, নগদ ৬ মিলে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

আবার, জেনেক্স ইনফোসিস দিয়েছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ। তবে, নগদ ১১ মিলে ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top