Homeকোম্পানি সংবাদশেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৬ কোম্পানি

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৬ কোম্পানি

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানি। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য লভ্যাংশ পাঠানো এ ৬ কোম্পানির মধ্যে রয়েছে- স্টাইল ক্রাফট, সিলভা ফার্মা, আছিয়া সি ফুড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ওয়াটা কেমিক্যালস ও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি/২০২৩) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সময়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও আছিয়া সি ফুড ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করে। একই সময়ে সিলভা ফার্মাসিউটিক্যালস ৩ শতাংশ ও স্টাইল ক্রাফট লিমিটেড ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

আর, কুইন সাউথ টেক্সটাইল নগদ ৬ ও স্টক ৬  মিলে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

অন্যদিকে, সাধারণ বিনিয়োগকারীর জন্য নগদ ২০ ও পরিচালনা  পর্ষদের জন্য নগদ ১০  মিলে ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ওয়াটা কেমিক্যালস।

ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক বা বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে এ ছয় কোম্পানি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত