প্রকাশ : ফেব্রুয়ারি ১৫, ২০২৩ , ২:৪৯ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বে-মেয়াদি পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮৫৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০.০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যাক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ১৫, ২০২৩ , ২:৪৯ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।