সকল মেনু

এসএস স্টিল বোনাস লভ্যাংশে অনুমোদন পায়নি

স্টাফ রিপোর্টার: এস এস স্টিল ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ সংক্রান্ত এখনও কোনো সম্মতি পায়নি।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ বোনাস। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য তহবিল এবং বোনাস লভ্যাংশের অনুমতি পায়নি ‍পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ ২২ ফেব্রুয়ারি এবং আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে ডিএসইতে কোম্পানির শেয়ারপ্রতি ১৬.৬০ টাকায় লেনদেন শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top