স্টাফ রিপোর্টার: গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির এনএভি হয়েছে ৬৮ টাকা ৯৬ পয়সা। আগামী ১৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মার্চ।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১২.৮৯ ডেসিমেল জমি কিনবে। জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৭৫ কোটি টাকা ব্যয় হবে। এটি গুলশান-২, প্লট-৩৬,রোড-৪৬ এ অবস্থিত।