Homeফান্ডামেন্টাল ডিটেইলসআইটি খাতের তিন কোম্পানির শেয়ারে দৃষ্টি

আইটি খাতের তিন কোম্পানির শেয়ারে দৃষ্টি

স্টাফ রিপোর্টার: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে( ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ ৯৮৫ টাকার। বিদায়ী সপ্তাহে (৫-৯ মার্চ) ডিএসইতে লেনদেনের ১২.৭২ শতাংশ সম্পন্ন করেছে আইটি খাতের তিন কোম্পানি।

কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড। এর আগের সপ্তাহে আইটি খাতের এ তিন কোম্পানিই ডিএসই’র মোট লেনদেনের ১৪.৪৬ শতাংশ সম্পন্ন করেছিল।

এর মধ্যে আলোচ্য সপ্তাহে জেনেক্স ইনফোসিসের ১৫৪ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার লেনদেন হয়। যা বিদায়ী সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ৫.৯৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে এডিএন টেলিকমের ১০৫ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যা গত সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ৪.০৮ শতাংশ।

আইটি খাতের আরেক কোম্পানি আমরা নেটওয়ার্কসের গত সপ্তাহে ৬৮ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যা গত সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ২.৬৬ শতাংশ।

এ তিন কোম্পানি সহ বিদায়ী সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ৩৮.৩০ শথাংশ লেনদেন সম্পন্ন করে ৭ টি কোম্পানি।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইস্টার্ণ হাউজিং লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, জেমিনি সী ফুড, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
সূচক বেড়েছে ডিএসইতে

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬০.১৮ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬.৯৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.০৪ বেড়ে অবস্থান করছে ১ হাজর ৩৬২.৩৩ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ২৩টির। আর ২২৫টির দাম ছিল অপরিবর্তিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত