সকল মেনু

লভ্যাংশ বিতরণ করতে পারেনি লাভেলো আইসক্রিম

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ এখনো বিতরণ করতে পারেনি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ব্যাপারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে এ ব্যাপারে একটি চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) আইন অনুযায়ী, কোন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানির ঘোষিত লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে হবে।

তবে কোম্পানিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, লাভেলো আইসক্রিমের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ শুরু হলেও এখনো এ কার্যক্রম শেষ করতে পারেনি কোম্পানিটি। কেনো সময়মতো কোম্পানিটি লভ্যাংশ বিতরণ করতে পারেনি এ প্রশ্নের জবাবে তিনি কোম্পানি সেক্রেটারির সাথে যোগাযোগের কথা বলেন।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। রোববার দিনশেষে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top