সকল মেনু

সাপ্তাহিক লেনদেনে আইটি খাতের আধিপত্য, শীর্ষে জেনেক্স

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ২৭ হাজার ৯৪০ টাকার। এ পরিমাণ লেনদেনের ১৫.৩১ শতাংশই করেছে আইটি খাতের চার কোম্পানি।

কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, আমরা নেটওর্য়াক লিমিটেড, এবং বিডিকম অনলাইন লিমিটেড।

জেনেক্স ইনফোসিসের শেয়ারদর, লেনদেন ও ইপিএস চিত্র

বিদায়ী সপ্তাহে জেনেক্স ইনফোসিস লিমিটেডের লেনদেন হয়েছে ১১৭ কোটি ৬৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার । যা গত সপ্তাহের ডিএসই’র মোট লেনদেনের ৪.৬৩ শতাংশ।

গত সপ্তাহে এডিএন টেলিকম লিমেটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯৭ কোটি ৮২ লাখ ২৯ হাজার টাকার । যা গত সপ্তাহের লেনদেনের ৩.৮৫ শতাংশ।

আমরা নেটওর্য়াক লিমিটেড বিদায়ী সপ্তাহে ৯২ কোটি ২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে । যা গত সপ্তাহে ডিএসই’র লেনদেনের ৩.৬২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে বিডিকম অনলাইন ৭৮ লাখ ৪৮ হাজার ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেনে হয়েছে। যা গত সপ্তাহের ডিএসই’র মোট লেনদেনের ৩.০৯ শতাংশ।

কোম্পানিগুলোসহ বাকি ৬ কোম্পানি ডিএসই’র মোট লেনদেনের ৩৮.৩৮ শতাংশ সম্পন্ন করেছে। কোম্পানিগুলো হলো- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ হাউজিং এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে মাত্র ১৫ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২২ টি কোম্পানির শেয়ার দর।

বিদায়ী সপ্তাহে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৩৯.৯৩ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ২২০ দশমিক ২৪ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসই ৩০ ইনডেক্স আগের সপ্তাহের তুলনায় কমেছে ৮.২১ পয়েন্ট এবং সপ্তাহের ব্যবধানে ডিএসইএস কমেছে ৫.৪৮ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top