Homeএজিএম/ইজিএমইজিএম অনুষ্ঠিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

ইজিএম অনুষ্ঠিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

স্টাফ রিপোর্টার: খাদ্য ও আনুষঙ্গিক খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা বা ইজিএম ২৯ মার্চ ২০২৩, বুধবার সকাল ১০:৩০ মিনিটে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম মইন উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক আফতাব উল ইসলাম এফসিএ, অ-নির্বাহী পরিচালক স্টুয়ার্ট কিড, অ-নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, অ-নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, অ-নির্বাহী পরিচালক আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, অর্থ পরিচালক আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান এফসিএসসহ দেশি-বিদেশি শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

বিশেষ সাধারণ সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে, সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির আর্টিকেল অফ এসোসিয়েশনের অনুচ্ছেদ ৭৭-এর সংশোধনী অনুমোদিত হয়। অর্থাৎ, বিশেষ সিদ্ধান্ত হিসেবে- কোম্পানির পরিচালনা পর্ষদের মোট পরিচালকের সংখ্যা পাঁচজনের কম অথবা পনেরো জনের অধিক হবেনা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০২২ সালে মূল্য সংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব প্রদান করে। এতে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত