সকল মেনু

উৎপাদন সক্ষমতা বাড়লো এনভয় টেক্সটাইলের

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের স্পিনিং ইউনিটের বাণিজ্যক উৎপাদন শুরু হয়েছে। গত শনিবার (১ এপ্রিল) থেকে উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে রোববার (২ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় ফ্যাক্টরি প্রাঙ্গনে অবস্থিত নতুন এ প্রকল্প স্থাপনের কারণে, বছরে ৪ হাজার ২০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বেড়েছে প্রতিষ্ঠানটির। এর আগে, বছরে ৩ হাজার ৭১০ মেট্রিক টন কটন পলিস্টার-স্প্যানডেক্স সূতা উৎপাদনের সক্ষমতা ছিল এনভয়ের।

প্রতিষ্ঠানটির নতুন প্রকল্পে শনিবার থেকে উৎপাদনে আসলেও আরো আগে এ কার্যক্রম শুরুর কথা ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এনভয়ের নতুন প্রকল্পের যন্ত্রপাতি পরিবাহী জাহাজ যথাসময়ে বাংলাদেশে ভিড়তে পারেনি। যেকারণে, স্পিনিং ইউনিটের কাজ দেরিতে শেষ হওয়ায় নতুন উৎপাদন বিলম্বিত হয় প্রতিষ্ঠানটির।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top