সকল মেনু

নতুন শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে লিগ্যাসি ফুটওয়্যার

স্টাফ রিপোর্টার: চামড়া খাতের  কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড চলতি মূলধনের ঘাটতি পূরণে নতুন করে ৩ কোটি শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যে  এ শেয়ারের মোট দর হবে ৩০ কোটি টাকা।

নতুন শেয়ার ছাড়ার বিষয়ে লিগ্যাসি ফুটওয়্যার ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

তথ্যানুসারে, পরিশোধিত মূলধনের পরিমাণ আরো ৩০ কোটি টাকা বাড়ানোর লক্ষ্যে গেলো বছর ১ অক্টোবর অনুষ্ঠিত লিগ্যাসি ফুটওয়্যারের পর্ষদসভায় নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। পরবর্‌তীতে কোম্পানির আবেদনের প্রেকি্‌ষতে তাতে অনুমোদন দেয় বিএসইসি। সোমবার (১০ এপ্রিল-২০২৩) অনুমতিপত্র্র হাতে পেয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজারে ২০০০ সালে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৭৫ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮ লাখ টাকা। আর, রিজার্ভে রয়েছে ২৩ লাখ টাকা মাইনাসে রয়েছে।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৯৮০টি। এরমধ্যে, উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রয়েছে ২৭ দশমিক ২২ শতাংশ। বাকি ৪২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top